৩৩০ পদে এসকেএস (SKS) ফাউন্ডেশন NGO তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন বিজ্ঞপ্তি সম্পূর্ণ দেখুন এখানে।
- সংস্থার নাম: এসকেএস (SKS) ফাউন্ডেশন এনজিও
- আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ
- আবেদনের মাধ্যম: ইমেইল অথবা সরাসরি/ডাকযোগে
- সূত্র: দৈনিক প্রথম আলো (০৫ সেপ্টেম্বর ২০২৫)
এসকেএস (SKS) ফাউন্ডেশন এনজিও তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫ এর যেসকল পদে লোক নিয়োগ করা হবে:
১. এরিয়া ম্যানেজার- (১০ জন):
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:যে কোন বিষয়ে মাস্টার্স/চার বছর মেয়াদী অনার্স। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে ০৫ টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে। মোটর সাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স-অনুর্ধ্ব ৪০ বছর। বেতন ভাতা::শিক্ষানবিশকালে (৪ মাস) যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্যে ৪৩,৭০০/- টাকা হতে ৬৫,০০০/- টাকা। এছাড়াও মোবাইল ভাতা ১,০০০/-, জ্বালানী ভাতা ৩,৫০০/-, দুরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন।
২.ব্রাঞ্চ ম্যানেজার- (২০ জন):
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন বিষয়ে মাস্টার্স/স্নাতক ডিগ্রী। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে। মোটর সাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স-অনুর্ধ্ব ৪০ বছর। বেতন-ভাতা: শিক্ষানবিশকালে (৪ মাস) যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্যে ৩৩,৩১৩/- টাকা হতে ৫০,০০০/- টাকা। এছাড়াও মোবাইল ভাতা ৭০০/-, জ্বালানী ভাতা ৩,০০০/-, দুরত্ব ভাতা,আবাসন ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন।
৩. সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (ফিল্ড কালেকশন)- (১০০ জন):
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন বিষয়ে মাস্টার্স/স্নাতক ডিগ্রী। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে ২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স- অনুর্ধ্ব ৪০ বছর। বেতন-ভাতা:শিক্ষানবিশকালে (৪ মাস) যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্যে ২৫,৯৭০/- টাকা হতে ৪০,০০০/- টাকা। এছাড়াও দুরত্ব ভাতা, আবাসন ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন।
৪. ফিল্ড অফিসার- (১০০ জন):
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন বিষয়ে মাস্টার্স/স্নাতক ডিগ্রী। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে ১-২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স- অনুর্ধ্ব ৩৫ বছর। বেতন-ভাতা:শিক্ষানবিশকালে (৪ মাস) যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্যে ২০,৯৩০/- টাকা হতে ৩৫,০০০/- টাকা। এছাড়াও দুরত্ব ভাতা, আবাসন ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন।
৫. ট্রেইনি ফিল্ড স্টাফ- (১০০ জন):
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ডিগ্রি পাস। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালনার দক্ষতা থাকতে হবে। বয়স-অনুর্ধ্ব ৩৫ বছর। বেতন-ভাতা: প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সম্মানী হবে সর্বসাকুল্যে ১০,০০০/- টাকা। সন্তোষজনক ভাবে দুই (২)মাস প্রশিক্ষণকাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
এছাড়াও সাপ্তাহিক ২ দিন ছুটি, ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা এবং সফলভাবে শিক্ষানবিশকাল সমাপ্তের পর সংস্থার নিয়ম অনুযায়ী পি.এফ, গ্রাচুয়্যিটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য যে, ১, ২, ৩, ৪, ও ৫ নং পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে ও অনলাইন আবেদনের জন্য ভিজিট করুন: https://www.sks-bd.org/index.php/career
বি: দ্রঃ খামের উপরে এবং আবেদনপত্রে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন।
এসকেএস (SKS) ফাউন্ডেশন এনজিও তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫ এ আবেদন করার প্রক্রিয়া নিচে দেওয়া হলো:
উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্নে উল্লিখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্নস্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত (ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখসহ), ০২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা- ৫৭০০ ঠিকানায় ডাক/কুরিয়ার সরাসরি প্রেরণের আহবান করা যাচ্ছে। এছাড়াও hr@sks-bd.org এই মেইলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। পরীক্ষা গ্রহণের ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা।
তথ্যসূত্র: https://www.sks-bd.org/index.php/career
এসকেএস (SKS) ফাউন্ডেশন এনজিও তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫ এর অফিসিয়াল কপি দেখুন এখানে:

এসকেএস (SKS) ফাউন্ডেশন এনজিও তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫ সহ আরো অন্যান্য এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন আমাদের এই পেজে:
সকল নিয়াগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের পেজের সঙ্গেই থাকুন।
এসকেএস (SKS) ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, SKS Foundation NGO Job Circular নিয়ে কিছু প্রশ্নোত্তর পর্ব:
এসকেএস ফাউন্ডেশনের প্রধান কার্যালয় কোথায়?
উত্তর: এসকেএস ফাউন্ডেশনের প্রধান কার্যালয় গাইবান্ধা-এর কলেজ রোড, উত্তর হরিণ সিংহ-এ অবস্থিত।
এসকেএস ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: এটি একটি বেসরকারি, অলাভজনক ও মানবিক সংগঠন, যা ১৯৮৭ সালের ১লা ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
এসকেএস ফাউন্ডেশন প্রতিষ্ঠার লক্ষ ও উদ্দেশ্য কি?
উত্তর: বাংলাদেশের এসকেএস ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা: রাসেল আহম্মেদ লিটন। প্রতিষ্ঠার প্রেক্ষাপট: ১৯৮৭ সালে গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার আদায়ের লক্ষ্যে একদল তরুণ প্রতিবাদ জানিয়ে এই সংস্থাটি গড়ে তোলে। মূল লক্ষ্য: দারিদ্র্যমুক্ত, শিক্ষিত, সুস্থ ও সচেতন সমাজ গঠন করা। তথ্যসূত্র: https://www.google.com/