বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বর্ডার গার্ড বাংলাদেশ-এ নিম্নবর্ণিত অসামরিক পদসমূহে চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাদের বর্ণিত পদ্ধতি অনুযায়ী অনলাইনে আবেদন আবেদন করার জন্য বলা হচ্ছে।

আবেদন শুরুর তারিখ: ৪ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ

আবেদন শেষের তারিখ: ১৩ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের সম্পূর্ণ নিয়মসহ বিস্তারিত দেখুন এখানে। আবেদন শুরু ৪ জুলাই ২০২৫ হইতে

বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) তে আবেদন লিংক এবং সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলো:

ক্র. নংপদের নাম ও বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)শুন্য পদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতা
ইমাম//আরটি (পুরুষ)
গ্রেড-১৪
১০২০০-২৪৬৮০
০৩(ক) কোন স্বীকৃতি বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় অন্যূন দ্বিতয়ি বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ;
(খ) সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ২ বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
সহকারী লাইব্রেরিয়ান (পুরুষ)
গ্রেড-১৪
১০২০০-২৪৬৮০
০১(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন জিপিএ ২.৫০ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় এবং অন্যূন জিপিএ- ৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কোন স্বীকৃত ইন্সটিটিউট বা প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি সাইন্সে ডিপ্লোমাধারী।
অফিস সহকারী (পুরুষ)
গ্রেড-১৬
৯৩০০-২২৪৯০
১৫(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন জিপিএ ২.৫০ সহ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় পাশ এবং অন্যূন জিপিএ ৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে;
(খ) কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ।
ড্রাফটসম্যান (পুরুষ)
গ্রেড-১৬
৯৩০০-২২৪৯০
০৪(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন জিপিএ-৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা; এবং
(গ) সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বৎসরের বাস্তব অভিক্ষতা।
কার্পেন্টার (পুরুষ)
গ্রেড-১৬
৯৩০০-২২৪৯০
০৩(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে কমপক্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বৎসরের বাস্তব অভিক্ষতা।
কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৪ (পুরুষ)
বেতন গ্রেড-১৭
৯০০০-২১৮০০
১৮(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে কমপক্ষে জিপিএ ২.৫০ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় পাশ এবং জিপিএ ৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় পাশ
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ।
সহকারী স্টোর কিপার (পুরুষ)
গ্রেড-১৭
৯০০০-২১৮০০
০১(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে কমপক্ষে জিপিএ ২.৫০ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় পাশ এবং জিপিএ ৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় পাশ
(খ) স্টোর রক্ষণাবেক্ষণ কাজে ২ বৎসরের বাস্তব অভিক্ষতা।
সহকারী ভিএম (পুরুষ)
গ্রেড-১৭
৯০০০-২১৮০০
০১(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে কমপক্ষে ৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কোন যানবাহন ওয়ার্কসপে কমপক্ষে ২ বছরের বাস্তব কর্ম অভিক্ষতা থাকতে হবে।
(গ) কোন স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হইতে অটো-মোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
সহকারী ওবিএম
ড্রাইভার (পুরুষ)
গ্রেড-১৭
৯০০০-২১৮০০
০৫(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে কমপক্ষে ৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাশ;
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট অর্জনকারী;
(গ) সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিক্ষতা।
১০সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ)
গ্রেড-১৭
৯০০০-২১৮০০
০১(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে কমপক্ষে ৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিক্ষতা;
(গ) নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
১১ইলেকট্রিশিয়ান (পুরুষ)
গ্রেড-১৭
৯০০০-২১৮০০
০২(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে কমপক্ষে ৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কোন স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক কোর্সের সনদপত্রসহ ইলেকট্রিকশিয়ান কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব কর্ম অভিক্ষতা।
১২মিডওয়াইফ (মহিলা)
গ্রেড-১৭
৯০০০-২১৮০০
০২(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে কমপক্ষে ৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মিডওয়াইফারী সার্টিফিকেটধারী;
(গ) সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের বাস্তব কর্ম অভিক্ষতা।
১৩বয়লার অপারেটর (পুরুষ)
গ্রেড-১৮
৮৮০০-২১৩১০
০১(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ;
(গ) সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিক্ষতা।
১৪টেইলর (পুরুষ)
গ্রেড-১৮
৮৮০০-২১৩১০
০২(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিক্ষতা।
১৫বুটমেকার (পুরুষ)
গ্রেড-১৮
৮৮০০-২১৩১০
০১(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিক্ষতা।
১৬লস্কর (পুরুষ)
গ্রেড-২০
৮২৫০-২০০১০
০৬(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিক্ষতা।
১৭আয়া (মহিলা)
গ্রেড-২০
৮২৫০-২০০১০
০২(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিক্ষতা।
১৮ফাউলকিপার (পুরুষ)
গ্রেড-২০
৮২৫০-২০০১০
০১কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
১৯বাবুর্চি (পুরুষ)
গ্রেড-২০
৮২৫০-২০০১০
৫৫কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
২০সহকারী বাবুর্চি (পুরুষ)
গ্রেড-২০
৮২৫০-২০০১০
০২(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিক্ষতা।
২১অফিস সহায়ক (পুরুষ)
গ্রেড-২০
৮২৫০-২০০১০
০৭(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিক্ষতা।
২২মালী (পুরুষ)
গ্রেড-২০
৮২৫০-২০০১০
০৭(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিক্ষতা।
২৩পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)
গ্রেড-২০
৮২৫০-২০০১০
২৬কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

তথ্যসূত্র: https://bgb.gov.bd/

বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) যোগ দিন। দেশের সেবায় নিয়োজিত থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *