বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ০১ জুন ২০২৫ খ্রি. তারিখের ৩৯.০০.০০০০.০০০.১০৬.১১.০০০৪.২৫.২০৫ সংখ্যক স্মারক অনুযায়ী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের শূন্য পদে নিম্ন-বর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে রাজস্বখাতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না : –
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (baec)
পদ সংখ্যাঃ ১৮২টি
আবেদন শুরুঃ ২৮ জুলাই ২০২৫
আবেদনের শেষ তারিখঃ ২৮ আগস্ট ২০২৫
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি-এর অফিসিয়াল কপি দেখুন এখানে:




বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি-এর অফিসিয়াল পিডিএফ কপি ডাউনলোড করুন:
অনলাইন আবেদন লিংক: https://baec.teletalk.com.bd/
তথ্যসূত্র: https://baec.teletalk.com.bd/
অন্যান্য সরকারি চাকুরির খবর দেখুন এখানে:
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়ঃ
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৮.০৭.২০২৫ খ্রিস্টাব্দ সকাল-১০.০০ ঘটিকা। (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৮-০৮-২০২৫ বিকাল ০৫.০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (৩০০x৩০০ pixel) ও স্বাক্ষর (৩০০x৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Up- load করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে;
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন;
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।