২৮৭ পদে আম্বালা ফাউন্ডেশন NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি

  • উপস্থিতির তারিখ: ২৯ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ
  • উপস্থিতির সময়: সকাল ৮.০০-১০.০০ ঘটিকা পর্যন্ত
  • আবেদনের ধরণ: সরাসরি উপস্থিত হতে হবে।

আম্বালা ফাউন্ডেশন একটি অলাভজনক,বিদেশী অনুদান মুক্ত সম্পূর্ণ আত্মনির্ভর সংস্থা যা ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি সমাজকল্যাণ মন্ত্রনালয়ে (নিবন্ধন নম্বর: ৮-০৩০৬৬), এনজিওবিষয়ক ব্যুরো (নিবন্ধন নম্বর: ৯৫২) এবং এম,আর,এ কর্তৃক সনদ প্রাপ্ত (সনদ নই: ০০৩৫০-০১৩০৮-০০০৮৬) হয়ে খুবই সক্ষমতার সাথে ক্ষুদ্র আর্থিক সেবাকার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি বর্তমানে ২১ টি জেলায় ২৪১টি শাখা’র মাধ্যমে সফলতার সাথে ঋাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংস্থাটি PKSF এর পার্টনার। এছাড়াও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথেও পার্টনারশীপ রয়েছে। অত্র প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তিমূলক আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য জরুরী ভিক্তিতে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে বিভিন্ন পদেলোক/জনবল নিয়োগ করা হবে। এ নিয়োগ পরীক্ষায় কেবলমাত্র ঢাকা, ময়মনসিংহ,বরিশাল খুলনা ও সিলেট বিভাগেরঅন্তর্ভুক্ত জেলা সমূহের প্রাণীগণই অংশ নিতে পারবেন। উল্লেখিত পদের জন্য আগ্রহী প্রার্থীগণকে সরাসরি আবেদনপত্র সহ উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হবে।

২৮৭ পদে আম্বালা ফাউন্ডেশন NGO তে নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় তথ্যাবলী নিচে দেওয়া হলো:

১। জোনাল ম্যানেজার (অভিজ্ঞ-০২জন) জোন কার্যালয়

শিক্ষাগত যোগ্যতা ও বয়স– স্নাতক/ স্নাতকোত্তর বয়স- অনূর্ধ্ব ৪৮ বৎসর

বেতন ও ভাতা: শিক্ষানবিশকালে- ৫১,৬০০/- এবং স্থায়ীকরণের পর সংস্থা নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে ৬০,৯৩৪/- টাকা। এছাড়াও প্রতিমাসে মোটরসাইকেল মেইনটেন্যান্স খরচ ও প্রকৃত ফুয়েল বিলসহ অন্যান্য সুবিধা।

অভিজ্ঞতা: জাতীয় পর্যায়ে কোন এনজিও/এমএফআই সংস্থায় জোনাল ম্যানেজার/ডিভিশনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে ০২ বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট ০৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে জোনাল ম্যানেজার/ডিভিশনাল ম্যানেজার হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষায়অংশগ্রহণ করার প্রয়োজন নেই।

২। এলাকা ব্যবস্থাপক (অভিজ্ঞ-০৫জন) এরিয়া কার্যালয়

শিক্ষাগত যোগ্যতা ও বয়স: স্নাতক/ স্নাতকোত্তর বয়স- অনূর্ধ্ব ৪৫ বৎসর

বেতন-ভাতা: শিক্ষানবিশকালে-৪৬,০০০/- এবং স্থায়ীকরণের পর সংস্থা নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে ৫৩,৪৪০/- টাকা। এছাড়াও প্রতিমাসে মোটরসাইকেল মেইনটেন্যান্স খরচ ও প্রকৃত ফুয়েল বিলসহ অন্যান্য সুবিধা।

অভিজ্ঞতা: জাতীয় পর্যায়ে কোন এনজিও/এমএফআই সংস্থায় এলাকা ব্যবস্থাপক/রিজিওনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে ০২ বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট ০৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে এলাকা ব্যবস্থাপক/রিজিওনাল ম্যানেজার হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই।

৩। শাখা ব্যবস্থাপক (অভিজ্ঞ-৩০জন) শাখা কার্যালয়

শিক্ষাগত যোগ্যতা ও বয়স: স্নাতক/ স্নাতকোত্তর বয়স- অনূর্ধ্ব ৪০ বৎসর

বেতন-ভাতা: শিক্ষানবিশকালে- ৩৪,৬০০/- এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে ৪১,৭৬০/- টাকা। এছাড়াও প্রতিমাসে মোটরসাইকেল মেইনটেন্যান্স খরচ ও প্রকৃত ফুয়েল বিলসহ অন্যান্য সুবিধা।

অভিজ্ঞতা: জাতীয় পর্যায়ে কোন এনজিও/এমএফআই সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ০২ বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট ০৬ বছরের অভিজ্ঞতা থাকতেহবে। বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবেকর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই।

৪। সহ: হিসাবরক্ষক এন্ড এমআইএস অফিসার (অনভিজ্ঞ-৫০জন) শাখা কার্যালয়

শিক্ষাগত যোগ্যতা ও বয়স: বাণিজ্যে স্নাতক/ স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স) বি.কম/এম.কম বয়স- অনূর্ধ্ব ৩২ বৎসর

বেতন-ভাতা: প্রশিক্ষণকাল ১ মাস এবং মাসে ৫০০০/- টাকা হারে ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকালে ২৭,৬০০/- এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা ৩৪,০০৮/- টাকা। এছাড়া মোটরসাইকেল মেইনটেন্যান্স ও জ্বালানির জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে।

অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নেই।

৫। ক্রেডিট অফিসার (অনভিজ্ঞ২০০জন) শাখা কার্যালয়

শিক্ষাগত যোগ্যতা ও বয়স: স্নাতক/ স্নাতকোত্তর বয়স- অনূর্ধ্ব ৩২ বৎসর

বেতন-ভাতা: প্রশিক্ষণকাল ১ মাস এবং মাসে ৫,০০০/- টাকা হারে ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকালে- ২৫,০০০/- এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা ২৯,৪৪৭/- টাকা। এছাড়া মোটরসাইকেল মেইনটেন্যান্স ও জ্বালানির জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে।

অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নেই।

২৮৭ পদে আম্বালা ফাউন্ডেশন NGO তে নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল কপি দেখুন:

সকল প্রকার সরকারি চাকুরির খবর দেখুন এখানে:

আম্বালা ফাউন্ডেশন এর ইতিহাস: আম্বালা ফাউন্ডেশন, স্যার ফজলে হাসান আবেদ-এর আদর্শে অনুপ্রাণিত, যিনি ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি বিশ্বাস করতেন, সমাজের প্রান্তিক মানুষের কাছে জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা সহজলভ্য হওয়া উচিত। আম্বালা ফাউন্ডেশন সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *