শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন শ্রম আপীল ট্রাইব্যুনাল ও শ্রম আদালতসমূহের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

  • প্রতিষ্ঠানঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (mole)
  • পদের নামঃ বিভিন্ন পদ
  • পদ সংখ্যাঃ ৫১টি
  • আবেদন শুরুঃ ২২ সেপ্টেম্বর ২০২৫
  • আবেদনের লিংকঃ https://molelc.teletalk.com.bd
  • আবেদনের শেষ তারিখঃ ১২ অক্টোবর ২০২৫

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫ যে সকল দপ্তরে লোক নিয়োগ করা হবে তা হলো:

শ্রম আপীল ট্রাইব্যুনাল, ১ম শ্রম আদালত ঢাকা, ৩য় শ্রম আদালত ঢাকা, ১ম শ্রম আদালত চট্টগ্রাম, ২য় শ্রম আদালত চট্টগ্রাম, শ্রম আদালত বরিশাল, শ্রম আদালত রংপুর, শ্রম আদালত কুমিল্লা, শ্রম আদালত ময়মনসিংহ, শ্রম আদালত নারায়নগঞ্জ ও শ্রম আদালত খুনলা।

১। সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, ০৬টি

গ্রেড-১৩, বেতনস্কেল- ১১০০০-২৬৯৫০/-

শিক্ষাগত যোগ্যতা: ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী;
খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা;
গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ; এবং
ঘ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দ।

২। হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, ০৬টি

গ্রেড-১৫, বেতনস্কেল- ৯৭০০-২৩৪৯০/-

শিক্ষাগত যোগ্যতা: ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং
খ) মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনায় দক্ষতা।

৩। বেঞ্চ সহকারী, ০৫টি

গ্রেড-১৫, বেতনস্কেল- ৯৭০০-২৩৪৯০/-

শিক্ষাগত যোগ্যতা: ক ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং

খ) মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনায় দক্ষতা।

৪। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ০৮ টি

গ্রেড-১৬, বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০/-

শিক্ষাগত যোগ্যতা: ক)কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ; খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।

৫। প্রসেস সার্ভার, ০৪টি

গ্রেড-১৯, বেতনস্কেল: ৮৫০০-২০৫৭০/-

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ:

৬। জমাদার, ১টি

বেতনস্কেল: ৮৫০০-২০৫৭০/-

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৭। অফিস সহায়ক, ১৬টি

গ্রেড-২০, বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/-

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৮। পরিচ্ছন্নতাকর্মী, ০৩টি

গ্রেড-২০, বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/-

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণি বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে মোট পদের ৮০ (আশি) ভাগ পদ জাত হরিজন সম্প্রদায়ের প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে এবং জাত হরিজন সম্প্রদায়ের কোনো প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদ সাধারণ প্রার্থী হতে পূরণ করা হবে।

৯। নিরাপত্তা প্রহরী, ০২টি

গ্রেড-২০, বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/-

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণি বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫ এর নির্দেশনা:

ক. ইতিপূর্বে যারা শ্র: আ:/ রং২০২২/ ১২৫, তারিখ: ২০-০৪-২০২২ সংখ্যক স্মারকমূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে রংপুর, শ্রম আদালতের বিভিন্ন পদে আবদেন করেছেন তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।
খ. ইতিপূর্বে যারা শ্রআ/বরি/ সংস্থাপন/ নিয়োগ/ ২০২৯/১৪০, তারিখ: ২৫-০৫-২০২২ সংখ্যক স্মারকমূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বরিশাল, শ্রম আদালতের বিভিন্ন পদে আবদেন করেছেন তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।
গ. ইতিপূর্বে যারা শ্রঃআঃট্রাঃ/২০২৩/৩৭৬, তারিখ:০৮-০৬-২০২৩ সংখ্যক স্মারকমূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির
পরিপ্রেক্ষিতে শ্রম আপীল ট্রাইব্যুনাল, ঢাকার বিভিন্ন পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।
ঘ. একজন প্রার্থী কেবলমাত্র ০১ (এক) টি পদের জন্য আবেদন করতে পারবেন।
ঙ. যোগ্য প্রার্থীদের অনুকূলে যথাসময়ে প্রবেশ পত্র ইস্যু করা হবে এবং এ সংক্রান্ত তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিম্নবর্ণিত শর্তাবলী মেনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫ এ আবেদন করতে হবে। শর্তালী গুলো নিম্ন উপস্থাপন করা হলো:

ক. সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ১ জুলাই ২০২৫ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতেহবে। বয়স প্রমাণের ক্ষেত্রে
এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

খ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্তঅনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।

গ. চাকুরির আবেদন ফরমে (Applicants Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

ঘ. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

ঙ. লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

চ. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতেহবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে।

ছ. এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল পদ পূরণে“ শ্রম অধিদপ্তর, নিম্নতম মজুরী বোর্ড, শ্রম আদালত এবং শ্রম আপীলট্রাইব্যুনাল (কর্মচারী) নিয়োগ বিধিমালা ২০২২” এবং প্রযোজ্য ক্ষেত্রে মন্ত্রণালয়/বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসরণ করা হবে।

জ. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

ঝ. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:

তথ্যসূত্র: https://molelc.teletalk.com.bd/

আমাদের পেজে নিয়মিত সকল সরকারি-বেসরকারি চাকুরির খবর পেতে চাইলে ভিজিট করুন: jobnewspro.com

সকল সরকারি চাকুরির বিজ্ঞপ্তি দেখুন এখানে:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *