ফিল্ড অফিসার, সিনিয়র ফিল্ড অফিসার এবং রিস্ক ম্যানেজমেন্ট এন্ড একাউন্টস অফিসার পদে “সাজেদা ফাউন্ডেশন” এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করার শেষ তারিখ ২০ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ।
- আবেদন প্রেরণ: সরাসরি অথবা ডাকযোগে আবেদন পাঠাতে হবে।
- প্রতিষ্ঠানের ধরন: এনজিও
- মোট পদ সংখ্যা: কর্তৃপক্ষ নির্দিষ্ট করেনি
- নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবে
- আবেদনকারীর নূন্যতম বয়স: ১৮ বছর হতে হবে (এনআইডি কার্ড অথবা জন্মনিবন্ধন অনুযায়ী)
সাজেদা ফাউন্ডেশন-এ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫ এর বিস্তারিত তথ্য দেখুন এক পোস্টে।
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এনজিও সাজেদা ফাউন্ডেশন তাদের চলমান ঋণ কার্যক্রম পরিচালনার জন্য যোগ্য ও উদ্যমী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় সুবিধা পাবেন।
১. ফিল্ড অফিসার (সূচনা)
দায়িত্ব:
- মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে দরিদ্র ও সীমিত আয়ের নারী ঋণগ্রহীতা নির্বাচন
- দলগতভাবে ঋণ বিতরণ ও কিস্তি/সঞ্চয় আদায়
- গ্রাহক সেবায় দ্রুত সাড়া প্রদান
যোগ্যতা: ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (সম্মান)।
প্রশিক্ষণকাল: ১২ মাস (সফল সমাপ্তির পর স্থায়ী নিয়োগ)।
বেতন:
- প্রশিক্ষণকাল: ২৫,০০০ টাকা
- স্থায়ী নিয়োগ: ৩০,০০০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩৬ বছর
কর্মস্থল: প্রতিষ্ঠানের মাঠ কার্যালয়
২. সিনিয়র ফিল্ড অফিসার (বিবর্তন)
দায়িত্ব:
- সম্ভাবনাময় উদ্যোক্তা নির্বাচন
- ঋণ বিতরণ ও কিস্তি আদায়
- দ্রুত গ্রাহকসেবা প্রদান
যোগ্যতা: ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর।
প্রশিক্ষণকাল: ১২ মাস (সফল সমাপ্তির পর স্থায়ী নিয়োগ)।
বেতন:
- প্রশিক্ষণকাল: ২৮,০০০ টাকা
- স্থায়ী নিয়োগ: ৩৩,৬০০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩৬ বছর
কর্মস্থল: প্রতিষ্ঠানের মাঠ কার্যালয়
৩. রিস্ক ম্যানেজমেন্ট ও অ্যাকাউন্টস অফিসার
দায়িত্ব:
- হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা
- ঝুঁকি নিয়ন্ত্রণ
- শাখা পর্যায়ের অর্থনৈতিক কার্যক্রম তদারকি
যোগ্যতা: ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফাইন্যান্স বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর।
শিক্ষানবিশকাল: ৬ মাস (সফল সমাপ্তির পর স্থায়ী নিয়োগ)।
বেতন:
- শিক্ষানবিশকাল: ৩৫,০০০ টাকা
- স্থায়ী নিয়োগ: ৪২,০০০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: প্রতিষ্ঠানের মাঠ কার্যালয়
প্রতিষ্ঠানের সুবিধাসমূহ:
- উৎসব ভাতা
- মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি
- বার্ষিক ইনক্রিমেন্ট (প্রযোজ্য ক্ষেত্রে)
- গ্রাচ্যুইটি ও প্রভিডেন্ট ফান্ড
- স্বাস্থ্য ও জীবনবীমা
- ইনসেন্টিভ পারফরম্যান্স বোনাস
- মোবাইল, ইন্টারনেট ও যাতায়াত ভাতা
আবেদনের নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীরা ২০ আগস্ট ২০২৫ এর মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই জীবনবৃত্তান্ত, শিক্ষাগত সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর ও পূর্ণ ঠিকানা সংযুক্ত করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
প্রধান কার্যালয়, মানবসম্পদ বিভাগ, সাজেদা ফাউন্ডেশন
অটবি সেন্টার, লেভেল ১, প্লট ১২, ব্লক CWES (C), গুলশান সাউথ এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২।
বিভিন্ন পদে “সাজেদা ফাউন্ডেশন” এ নিয়োগ বিজ্ঞপ্তি – এর অফিসিয়াল কপি:

One Comment on “সাজেদা ফাউন্ডেশন-এ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫”